ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মরদেহ উদ্ধারে গিয়ে প্রাণ গেলো আনসার সদস্যের

আরটিভি অনলাইন রিপোর্ট, সাভার

রোববার, ২২ জানুয়ারি ২০১৭ , ০১:১৪ পিএম


loading/img

সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। রোববার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ভোরে টাঙ্গাইল থেকে অর্কিড এ্যালিগ্যান্স নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। পরে বাসটি কবিরপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান যাত্রীবাহী বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ওই বাসের ছাদে থাকা এক যাত্রী ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

এ সময় মহাসড়কের পার্শ্ববর্তী পাওয়ার গ্রিড নামে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আনসার জাহাঙ্গীর আলম ছুটে এসে সড়কে পড়ে থাকা ওই ব্যক্তিকে আহত ভেবে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য উদ্ধার করতে গেলে পেছন দিক থেকে আসা একটি বাস আনসার সদস্য জাহাঙ্গীরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত আনসার সদস্য জাহাঙ্গীর বরগুনা সদর থানার হাউজিবুনিয়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |